How to Earn Online from PPD sites.


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার গত পোস্ট এ আমি দেখিয়েছি কিভাবে PTC সাইটের মাধ্যমে আয় করতে হয়। দেখতে এইখানে ক্লিক করুন

আজকে আমি দেখাব কিভাবে PPD সাইটের মাধ্যমে আয় করা যায়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে PPD আসলে কি? PPD মানে হচ্ছে Pay Per Download. অর্থাৎ PPD সাইটে আপনি আপনার ফাইল আপলোড করবেন। এখন আপনার আপলোড করা ফাইল কেউ ডাউনলোড করলে আপনি আয় করবেন। বর্তমানে PPD অনেক সাইট আছে। কিন্তু সবগুলো ট্রাস্টেড সাইট না। আবার বেশির ভাগ সাইটে অনেক লিমিটেশন আছে। যেমন একটি নির্দিষ্ট সময় পর তারা বলবে অ্যাকাউন্ট আপগ্রেড করার জন্য। আবার স্টোরেজ প্রবলেম যেমন ১৫ জিবি এর উপর ফাইল আপলোড করলে অ্যাকাউন্ট আপগ্রেড করতে বলে। আবার পেইমেন্ট মেথড অনলাইন।

আমি আজকে যে সাইট নিয়ে বলব সেটা বাংলাদেশের একটি সাইট। নাম BDUpload. অন্যান্য সাইটের মতই। কিন্তু এইখানে ষ্টোরেজ আনলিমিতেড। এই সাইট থেকে BKash এর মাধ্যমে পেইমেন্ট পাওয়া যায়। এছাড়াও Paypal, Payza, Neteller, DBBL এর মাধ্যমে পেইমেন্ট পাওয়া যায়।  এই সাইটের মাধ্যমে আপনি ১০০০০ কমপ্লিট ডাউনলোডের জন্য $৪০ পর্যন্ত আয় করতে পারেন।

এখন আপনি ভাবতে পারেন আমি ফাইল আপলোড না হয় করলাম কিন্তু আমার ফাইল ডাউনলোড করবে কে? বা কিভাবে আমার ইনকাম আসবে? এখন আমি আপনাদেরকে কিছু টিপস দিব।


  • আপনাকে এমন ফাইল আপলোড করতে হবে যা অনেক রেয়ার। যেমন ধরেন IP Changer Cracked সফটওয়্যার।
  • আপনি যে একটা ফাইল আপলোড করলেন সেটা মানুষ জানবে কিভাবে? এর জন্য আপনাকে হিউজ ট্রাফিক ফোরামগুলোকে টার্গেট করতে হবে। যেমন Warez-bb.org. এছাড়াও আপনি বিভিন্ন স্যোসাল সাইটের সাহায্য নিতে পারেন। যেমন FACEBOOK এর বিভিন্ন গ্রুপ বা পেজ যেগুলোতে  মেম্বার বেশি সেখানে আপনার লিঙ্ক পোস্ট করতে পারেন।
  • আপনাকে টার্গেট করতে হবে USA, UK, CANADA বা NZ এর ইউজারদের। কারণ ১০০০০ বাংলাদেশি ইউজার ১০১MB এর একটা ফাইল ডাউনলোড করলে আপনি পাবেন $৫ ডলার। কিন্তু USA, UK এর ইউজারা একই ফাইল ডাউনলোড করলে আপনি পাবেন $৪০ ডলার।
  • এছাড়াও Affilite Marketing সিস্টেম আছে। অর্থাৎ রেফেরাল এর মাধ্যমে আয় করতে পারেন।
তাহলে আর অপেক্ষা কিসের? নিচের লিঙ্ক এ গিয়ে Sign Up করে নিন। আর শুরু করে দিন আপনার ইনকাম।


Sign Up করতে ক্লিক করুন BDUpload



আজকে তাহলে এই পর্যন্তই। কোন অসুবিধা হলে কমেন্ট করুন। আর পরবর্তী পোস্টে আমি দেখাব কিভাবে আপনার ইনকাম দ্বিগুণ করতে পারেন। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন। আল্লাহ-হাফেয।



ভাল লাগলে Comment ও Share করতে ভুলবেন না। আর Next পোস্ট এর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ
Share on Google Plus

About Dipu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment